স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- ৭৫ পরবর্তী সময়ে, বাংলাদেশ আওয়ামীলীগ এর তৃনমুল নেতা কর্মীদের উপরে স্বাধীনতা বিরোধী বিএনপি / জামাত এর বর্বরোচিত,বিভীষিাকাময় অত্যাচার নির্যাতনের নির্মমতায় যখন তৃনমুল আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাধারণ কর্মীরা দিশেহারা। সারা বাংলার আওয়ামী পরিবারের ন্যায় দক্ষিণ বাংলার প্রতিটি জনপদে যখন মুজিব আদর্শের সৈনিকদের বুকফাঁটা আর্তনাদে ভারি দক্ষিণ বাংলার জনপদ। সাধারণ কর্মীদের স্বাভাবিক ভাবে বেঁচে থাকাটাই যখন দুঃস্বপ্নের ন্যায়।
ঠিক তখনই দক্ষিণ বাংলার আওয়ামী পরিবার ও তৃনমূলের সাধারণ নেতা/কর্মীদের ত্রাণকর্তা হিসেবে ৭৫ ‘র ১৫ আগস্ট অলৌকিক ভাবে বেঁচে যাওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। দক্ষিণ বাংলার আওয়ামী পরিবারের একমাত্র অভিভাবক, উন্নয়নের জীবন্ত কিংবদন্তি, বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ ‘র সংগ্রামী সভাপতি, সর্বজনশ্রদ্ধেয়, বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লা এমপি ‘র নেতৃত্ব ও সকল নির্দশনার প্রশ্নে নিজেকে আপষহীন রেখে তৃনমুল আওয়ামীলীগ ‘র নির্যাতিত কর্মী এবং পরিবারের দুঃখ,কষ্ট,বেদনা ও হতাশায় অন্ধকারাচ্ছন্ন সেই দিনগুলোতে আমাদের প্রিয় অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লা এমপি’র নির্দেশনায় যেই মানুষটি, নিজের জীবনের মায়াকে তুচ্ছ-তাচ্ছিল্য করে পরিবার স্বজনদের মায়ার জ্বালকে অগ্রাহ্য করে দিন রাত বিরামহীন ভাবে ছুঁটে চলেছেন আওয়ামীলীগ”র নেতা-কর্মী ও পরিবারের খোঁজে। সংগঠিত করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগকে।
একজন আইনজীবী হিসেবে আওয়ামী নেতাকর্মীদের সকল মিথ্যা মামলার বিরুদ্ধে আপষহীন আইনি লড়াই করে হাজার হাজার নেতা কর্মীদের রক্ষা করেছেন মিথ্যা মামলার সাজার হাত থেকে। রাজনৈতিক জীবনে যিনি অসংখ্য বার প্রতিহিংসার শিকার হয়েছেন, মিথ্যে মামলায় জেল খেটেছেন। স্ত্রী,সন্তান ও পরিবার পরিজনদের জীবনের হুমকি জেনেও যেই মানুষটি আপোষ করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দক্ষিণ বাংলার অবিসংবাদিত নেতা আওয়ামী পরিবারের একমাত্র অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লা এমপি ‘র সকল নির্দেশনার প্রশ্নে।
তিনি হলেন তৃনমুলের অবহেলিত হাজার-হাজার আওয়ামী নেতা-কর্মীদের কন্ঠস্বর সাবেক সফল সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ ‘র বিপ্লবী সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ “সাদা মনের মানুষ বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
তাইতো আপনার তুলনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (উজিরপুর -বানারীপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে অন্য কারোর সাথেই চলেনা। তৃনমুল আওয়ামী পরিবার ও সাধারণ জনতার একমাত্র দাবী আপনিই হবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বাংলার আওয়ামী রাজনীতির একমাত্র অভিভাবক বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লা এমপির মনোনীত নৌকা মার্কার প্রার্থী।আপনার অপেক্ষায় উজিরপুর-বানারীপারাবা বাসি