মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে মোঃ শরিফুল ইসলাম মোল্লা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানার পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম মোল্লা (৪৪) নড়াগাতী থানার নলামারা গ্রামের মৃত আব্দুল সালাম মোল্লার ছেলে। শনিবার সন্ধ্যায় ৭.১৫ এএসআই ইকবাল হোসেন সঙ্গীও ফোর্স সহ নড়াগাতী থানার চর-বল্লাহাটি থেকে আটক করা হয়। আসামির কাছে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন,
গ্রেফতারকৃত আসামির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।