মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আজ শনিবার দিবসটি পালন উপলক্ষে দেবীগঞ্জ-উপজেলা পরিষদের সামনে থেকে এক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে সেখানেই এসে শেষ হয় এবং সেখানে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন ও পরে হল রুমে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক চিশতী চেয়ারম্যান উপজেলা- পরিষদ দেবীগঞ্জ-পঞ্চগড়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল মামুন উপজেলা সমবায় অফিসার,,আবু বক্কর সিদ্দিক আবু মেয়র দেবীগঞ্জ-পৌরসভা,,বীর মুক্তিযোদ্ধা বাবু স্বদেশ চন্দ্র রায় কমান্ডার দেবীগঞ্জ-উপজেলা শাখা, প্রমুখ,,,
দেবীগঞ্জ উপজেলার সমবায় সমিতির প্রতিনিধিগণ সমবায়ীদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করেন।