নিউজ ডেক্স মাদারীপুর। মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রাম ঢালী ভবনের সার্বজনীন লক্ষী নারায়ন মন্দিরে শুরু হয়েছে শ্রী শ্রী ২য় বর্ষিক মহানাম সংকীর্তন অনুষ্ঠান।
বার্ষিক মহানাম সংকীর্তন অনুষ্ঠানটি শুরু হয় গত বুধবার (২০ সেপ্টেম্বার)-২০২৩ ইং তারিখ বুধবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর শুক্রবার ২৩ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত মহানাম জজ্ঞানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় দ্বিতীয় বার্ষিক মহানাম সংকীর্তন অনুষ্ঠানে ভক্তরা প্রর্থানা করে বর্তমান বিশ্বের মানুষ জাগতিক বিষয় মোহে অন্ধ হয়ে মুক্তির পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পরস্পর সংঘাতে লিপ্ত এবং হীনমন্যতা ও সাম্প্রদায়িকতার বিষবাম্পে নিমগ্ন।
এহেন কলিহত:- জীবের দুঃখ মোচন ও রোগ মুক্তির প্রার্থানায় বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনার্থে এমহানাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি ২৪ প্রহর(৩ দিন ব্যাপী) শ্রী শ্রী তারকব্রক্ষ হরিনাম সংকীর্তন শুরু করা হয।
এই ধর্মীয় অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও ধর্মলোচনা মহানাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন, রাধা গোবিন্দের ভোগ রাগ, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ রাগ, মহাপ্রসাদ বিতরণ জলকালী ও নগরকীর্তন অনুষ্ঠিত হয়।
এদিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের এলাকার হিন্দুধর্মবলম্বী ভক্তসহ বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নারী ও পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন বলে জানা যায়। এঅনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের চার পাশে বিভিন্ন দোকান পাঠ বসানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায়।
অনুষ্ঠানের শুরুতে প্রথম দিনে অনুষ্ঠানে সংকীর্তন পরিবেশন করবেন নিতাই সম্প্রদয় মাদারীপুর ও বৈষ্ণব নারান দে সম্প্রদায়-ভোলা। দ্বিতীয় দিনে গৌর গদাধর সম্প্রদায় নড়াইল ও চন্দ্রবলী সম্প্রদায় বরিশাল। তৃতীয় দিনে,রাস লীলা অস্ট সখী মাদারীপুর ও প্রভূ মন্দির মাদারীপুর।
বার্ষিক মহানাম সংকীর্তন অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য দুলাল চন্দ্র ঢালী ও অমল ঢালী সহ হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।