স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলা সদরে ইকরা নূরাণী ক্যাডেট মাদরাসায় ৩য় শিক্ষাবর্ষের সমাপনী পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং ইসলামিক সাংস্কৃতি অনুষ্ঠান ২০২৩ বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গাজী আমীনুল ইসলাম শাহীন, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ডা. মো.শাহ্আলম তালুকদার। মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ শাহাবুদ্দিন’র সঞ্চালনায়
বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা মো.কামাল হোসেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল,
থানা হাফেজি মাদরাসার শিক্ষক মুফতী মাওলানা মো. বেলাল হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ফকরুল ইসলাম, মাওলানা মো.আল-আমীন, কাওসার হোসেন, মাওলানা মো.মিরাজুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন-সহ অতিথিবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী বন্দর সাব রেজিষ্ট্রী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হাকিম সাহেব।
শেষে অতিথিবৃন্দ মাদরাসার ৩য় শিক্ষাবর্ষের সমাপনী পরিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বিতরন করেন।