আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলার চন্দ্রহার নামক স্থানে মো.আলমগীর (৫০) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।গত বুধবার থেকে নিখোঁজ হওয়ার পর সকালে চন্দ্রহার বাজারের পূর্ব পাশের একটি পুকুরে মৃতদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা গৌরনদী মডেল থানায় খবর দেয়, খবর পেয়ে গৌরনদী মডেল থানার এস আই আজাদ ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.বিপুল হোসেনের যৌথ অভিযানে শুক্রবার সকাল (৮টায়) সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আলমগীরের স্ত্রী শেফালী বেগম জানান, আমার দেবর মৃত আতাউর সরদার এর পুত্র মুদি ব্যবসায়ী শাহাজালাল সরদার শাহা (৩৮) সাথে আমার স্বামীর বসত ভিটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরত চলে আসছে,উক্ত বিরধের জের ধরে আমার স্বামী আলমগীর কে হত্যা করা হয়েছে।
গৌরনদী মডেল থানার এস আই আজাদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নিহতের বাড়ীর পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদর্ন্ত জন্য পাঠানো হয়েছে, তিনি আর বলেন এব্যাপারে নিহতের স্ত্রী শেফালী বেগম গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।