স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-“স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে বুকে ধারণ করে বরিশালের গৌরনদীতে নানান আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব যুবতিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ঋ্ণ বিতরণ, প্রশিক্ষণার্থী যুব যুবতিদের মাঝে ভাতা চেক ও সনতপত্র বিতরণ এবং বিভিন্ন প্রকারের ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গৌরনদী’র আয়োজনে অনুষ্ঠান উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানএর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন,গৌরনদী পৌর আওয়ামীলিগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বিপ, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রোগ্রামার মোঃ শহিদুল ইসলাম, দেশবাংলা হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মোঃ লোকমান হোসেন রাজু, জাইকার গৌরনদীর প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনাা করেন প্রভাষক রাজারাম সাহা পালরদী মডেল স্কুল এন্ড কলেজ।।