আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদী উপজেলায় বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামে গাছ চাপায় দিলীপ হালদার(৫৫) নামে এক শ্রমীকের মৃত্যু হয়েছে।
পহেলা নভেম্বর (বুধবার) সকাল ১০টার সময়ে একজন সহযোগী নিয়ে প্রতিবেশীর গাছ কাটছিলেন তিনি।সে সময় অসতর্কতাবসত গাছ এসে তাঁর মাথায় আঘাত লাগে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।মৃত্যুকালে দিলীপ হালদার স্ত্রী ও ৭জন কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।