মোঃ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় কারিগরি প্রশিক্ষণ একাডেমি কর্তৃক আয়োজিত “স্পোকেন ইংলিশ” কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক- সরকারি কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় বি. এম. শুকুর আলী, কোর্স মডিউল সম্পর্কে বিশেষ বক্তব্য প্রদান করেন পরিচালক- কালিয়া কারিগরি প্রশিক্ষণ একাডেমি মো: রাজু আহমেদ, এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা ও কোর্স কারিকুলাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা প্রদান করেন করেন স্পোকেন ইংলিশ কোর্স ইন্সট্রাক্টর আল আমিন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার শিক্ষা অনুরাগী বিশেষ ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রোগ্রাম শেষে উপস্থিত ব্যক্তিবর্গ এই উদ্যোগকে একটি বিশেষ এবং সময় উপযোগী উদ্যোগ হিসেবে মনে করেন। এই উদ্যোগটি চালু থাকলে কালিয়ার শিক্ষা ব্যবস্থা এক ধাপ এগিয়ে যাবে বলে উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীরা মনে করেন। অনুষ্ঠানে ৭৫ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে ছাত্র ছাত্রীরা ভর্তি ফরম গ্রহন করেন।