1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন খুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪২|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে আলিফ অটো রাইস মিলে চাল উৎপাদন পরবর্তীতে বর্জ্যে পরিবেশ দূষণের দায়ে বিশ হাজার টাকা জরিমানা মাদারীপুরে উনিশ বছর পরে ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেল মোতালেব পুস্তি মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ। ডাসারে কৃষক দল নেতার দের শতাধিক ফলের গাছ কালবৈশাখী ঝরে লন্ডভন্ড মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত। তেরখাদায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন আওয়ামীলীগের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে রানীশংকৈল থানা পুলিশ আগৈলঝাড়ায় র‌্যাবের ওপর হামলা,পাল্টাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত মাদারীপুরের শিবচরে ফেইসবুকে নিউজ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা পারভেজ হত্যার বিচারের দাবিতে আগৈলঝাড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

আগৈলঝাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন খুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ টেক্সঃ- আগৈলঝাড়ায় ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দত্তেরাবাদ গ্রামের হাজী আব্দুল আলী মাস্টারের ছেলে রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী নুরুল ইসলাম ওরফে খোকন সরদার(৬০) চাকুরী শেষে বাড়িতে এসে নিজ বাড়িতে একমাস পূর্বে পাকা ভবন নির্মান কাজ শুরু করেন। নিজবাড়ির জায়গা সীমানা নিয়ে জয়নাল সরদারের ছেলে একই বাড়ির চাচাতো ভাই খলিল সরদারের সাথে বুধবার দুপুরে বাকবিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে।

এসময় ছেলে রাকিব সরদার পিতা খোকন সরদারকে ঝাপটে ধরে হামলা-সংঘর্ষের হাত থেকে ফিরিয়ে আনতে গেলে পিছন থেকে চাচাতো ভাই খলিল সরদার খোকন সরদারের মুখমন্ডলে কিল ও ঘুশি দেয়। এরপরে ছেলে রাকিব পিতা খোকন সরদারকে একটি চেয়ারে বসায়। এসময় খোকন সরদার চেয়ারে বসানোর অবস্থায় অচেতন হয়ে পরে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

খোকনের মৃত্যুর সংবাদ পেয়ে খলিল সরদার বাড়ি থেকে পালিয়ে যায়। এঘটনায় সংবাদ পেয়ে বুধবার রাতে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) মোহম্মাদ জহিরুল ইসলাম ও এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহত খোকনের পরিবার ও বাড়ির লোকজনের সাথে কথা বলে লাশ পোষ্ট মর্ডেমের জন্য থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সাংবাদিকদের জানান, নিহত খোকন সরদারকে খলিল সরদার আঘাত করায় তার গালে ও কানের নিচে ফুলা জখমের চিহৃ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

নিহতের স্ত্রী তাহমিনা বেগম(৫৫) বলেন, আমার স্বামীকে খলিল সরদার মুখমন্ডলে আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। এঘটনার প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চাই।
খোকন সরদারের ছেলে রাকিব সরদার (২৫) বলেন, আমার পিতা ও চাচা খলিল সরদার বাড়ির জায়গার সীমানা নিয়ে বাকবিতন্ডা চলছিল। আমি পিতাকে ঝাপটে ধরে ফিরিয়ে আনার সময় আমার পিছন থেকে চাচা খলিল সরদার পিতার মুখে কিল ও ঘুষি দিলে তিনি অসুস্থ হয়ে পরে। তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন।

খলিল সরদারের স্ত্রী ফাতেমা বেগম বলেন, দুপক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এসময় খোকন সরদার উত্তেজিত হয়ে কথা বলার কারনে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে খোকন সরদার মারা যান। আমার স্বামী তার উপর আঘাত করেনি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.আলম চাঁদ সাংবাদিকদের বলেন, আমরা লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমে পাঠিয়েছি। খোকন সরদারের পরিবার থেকে অভিযোগ দিলে তদন্ত করে মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com