
স্টাফ রিপোর্টারঃ-
৫৪ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ বরিশালের গৌরনদী সরকারি পাইলট
মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল।প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, চাদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, আলা হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন,। বিকেলে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।