
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
সকালে রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে পূজার্চনা করতে গিয়ে দেখতে পান মন্দিরের ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই গ্রামের সরস্বতী দাস বলেন, আমাদের জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম।
দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃস্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।
তিনি আরো বলেন-রবিবার বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে।
পরবর্তীতে পূজা করতে না পেরেই তিনি চলে আসেন। আজ সোমবার সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখেন ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।
মন্দির কমিটির সভাপতি অনুপ দাস অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে বিকেলে যারা মন্দিরে পূজার্চনা করতে বাঁধা প্রদান করে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, তারাই রাতের আঁধারে জমি দখলের জন্য মন্দিরসহ প্রতিমা গায়েব করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে জানতে মোস্তফা মুন্সীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।