নড়াইল প্রতিনিধি: মোঃ উজ্জল শেখ “হাতের ও কাকন ফেলেছি খুলে, কাজল নেই চোখে তবু তোমার কাছে যাব যা বলে বলুক লোকে” এ গানটি উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লার। নড়াইলের কালিয়ার মেয়ে অন্তরা এ গানটি গেয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠের মঞ্চে, গান শুনে রুনা লায়লা অনেক ভালো বলেছেন। বাবার ইচ্ছা পূরণে গানকে জীবনের অন্যতম প্রধান অংশ হিসেবে বেছে নিয়েছেন অন্তরা ।তার বাবা স্বপণ কুমার দাশ ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। নিজ উদ্যোগে তিনি অনেকের পড়ালেখার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অনেকের পাশেই অসময়ে দাঁড়িয়েছেন।
অন্তরা বলেন চ্যানেল আইতে এসে বাবার প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন চ্যানেল আই সেরা কন্ঠের শ্রদ্ধেয় পরিচালক ইজাজ খান স্বপন স্যার এর মধ্যে। এমনকি নামেও মিল রয়েছে মানুষ দুটির মধ্যে।অন্তরা বলেন, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা সম্মানিত বিচারকমণ্ডলী রুনা লায়লা, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম এর প্রতি। সামিনা চৌধুরী ম্যাম এর কথা আলাদা করে না বললে নিজের কাছে কিছুটা অপূর্ণতা বোধ হবে। সামিনা চৌধুরী নামের পাশে “মা” নামটি যোগ করলে আমার হৃদয় পূর্ণতা পায়। আমার এই স্বপ্নের মানুষ গুলোর সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা সত্যি সৌভাগ্যের একটি বিষয়।উচ্চারণ, সুর, কণ্ঠ সব মিলিয়ে এক কথায় অনন্য অন্তরা। সেই ছোটবেলা থেকেই গানের পাশাপাশি পড়ালেখা ও মেধার স্বাক্ষর রেখে এসেছেন। খুলনা মজিদ মেমোরিয়াল সরকারি সিটি কলেজের মেধাবী ছাত্রী অন্তরা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন। গান সহ পড়ালেখার ক্ষেত্রেও অন্তরাকে নিয়ে তার শিক্ষকগণ এবং এলাকাবাসী সর্বদা গর্ব বোধ করে।আর এই সকল প্রশংসাই অন্তরা তার “মা” কে উৎসর্গ করেছেন।অন্তরা অনুরোধ করে বলেন, এখন সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য চলছে ভোটিং।
আমাকে ভোট করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK ANTARA পাঠিয়ে দিন 26969 নম্বরে। ভোটিং এর সময় শুরু হবে ১৫ সেপ্টেম্বর “শুক্রবার” রাত ৮ টা থেকে ১৭ সেপ্টেম্বর “রবিবার” সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এছাড়াও আমাকে গ্র্যান্ড ফিনালের মঞ্চে দেখতে যেকোনো সময় ভোট করতে থাকুন। আপনার দেওয়া সকল ভোট চ্যানেল আই সেরা কন্ঠের মঞ্চে চ্যাম্পিয়ন হতে সহযোগিতা করবে।