হামিদ খান রনি,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুর জেলার অন্যতম (কালকিনি-ডাসার মাদারীপুর সদর আংশিক) সংসদীয় আসন-৩। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে মাঠ পর্যায়ে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ। মাদারীপুর-৩ (২২০) আসনে কালকিনি উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মীর গোলাম ফারুক।
তিনি কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক। সাবেক ও বর্তমান দুইবারের আওয়ামী লীগের দলীয় মনোনীত নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক । আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারনায় এবং জনপ্রিয়তায় পিছিয়ে নেই তিনিও। কালকিনি-ডাসার, মাদারীপুর সদর আংশিক এর প্রতিটি ইউনিয়নে সরকারের উন্নয়নের সকল কর্মকান্ডের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
ব্যক্তি পরিচিতিঃ মীর গোলাম ফারুক মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম পূয়ালী গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন তিনি। পিতা মৃতঃ মীর হাবিবুর রহমান, মাতা মৃতঃ হাবিবুন নেসা।বৈবাহিক জীবনে তার রয়েছে,স্ত্রী মিসেসঃ সোহেলী জামান (পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক)। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন ১৯৮৩ইং হইতে ১৯৮৫ইং সাল পর্যন্ত। এবং মাদারীপুর ছাত্রলীগের সহ-সভাপতির পালন করেন ১৯৮৬ইং থেকে ১৯৯২ইং সাল পর্যন্ত।বাংলাদেশ আওয়ামীলীগ কালকিনি উপজেলা শাখার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন ১৯৯৬ইং থেকে ২০১৭ইং সাল পর্যন্ত।
তিনি আওয়ামী লীগ সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০০৯ইং থেকে২০১৪ইং সাল পর্যন্ত ।পরবর্তীতে ২০১৯ ইং সালে আওয়ামীলীগ সমর্থিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দয়িত্ব পালন করে আসছেন।মাদারীপুর-৩ এর মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে তিনি প্রতিদিনের ক্রাইমকে জানান। এই আসন নৌকার আসন, আওয়ামীলীগের আসন।
এখানে ৯৮% আওয়ামীলীগ। তাই নৌকার বিজয় সুনিশ্চিত। তিনি আরও বলেন, আমি সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। আমি বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতি-ধর্ম,দল -মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করে আসছি। আগামীতেও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, তার হাতকে শক্ত করতে এবং তাকে প্রধান মন্ত্রী হিসেবে ক্ষমতায় রাখতে তৃনমূলের জনগন ও নেতা কর্মীদের নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি আরও বলেন।
আমি বিএনপি জামাত সরকার দ্বারা একাধিকবার জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। বিএনপি জামাত সরকারের সময় আমি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে পাশে থেকেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মাদারীপুর-৩ এর নৌকার মনোনয়ন দিবেন বলে আমি আশা করি।তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।