নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ- গত ১০ ই জুলাই ~২০২৪ ইংরেজি বুধবার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের শীর্ষক সমন্বয় সভা খুলনার সোনাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও জেলার ৯ টি উপজেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটির প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
ইউরোপিয় ইউনিয়নের সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্প কার্যালয়ে অর্ধ দিবস ব্যাপি এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নজরুল ইসলাম।
সভাটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর খালিদ হাসান।এছাড়া খুলনা জেলার ৯ উপজেলা থেকে আগত এএনসি কমিটির গণ্যমান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।